• আজ ভোর ৫:২৮, মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তালেবানি সরকার আনার ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে: ইনু

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচিত সরকার উৎখাতের কোদাল দিয়ে খাল কেটে তালেবানি সরকার আনার ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৪ জুন) বঙ্গবন্ধু এভিনিউ শহিদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, নির্বাচনের আগেই শেখ হাসিনার নির্বাচিত সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রের কোদাল দিয়ে খাল কেটে কুমির আনার ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের জন্য দুই বিপদ─ ১.অস্বাভাবিক সরকারের কুমির ও ২.রাজাকার-জামাতের তালেবানি সরকারের কুমির। যারা বলেছিল নিজ অর্থে পদ্মা সেতু সম্ভব না, তাদের মূখে চুলকালি দিয়ে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ সফলভাবে সম্পন্ন করেছেন। দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির ধারাও অব্যাহত রাখতে সমর্থ তিনি।

তিনি বলেন, ২০০৯ সালের পর দুইবার অর্থাৎ ২০১৪ এবং ২০১৮ সালে শেখ হাসিনার নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়ে বিএনপি-জামাত চক্র ব্যর্থ হয়েছে। এবারও ২০২৩ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত-রাজাকার-জঙ্গিরা নতুন চক্রান্ত শুরু করেছে। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচনও করতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-দুর্নীতির সমস্যাও সমাধান করতে হবে।

একই সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ফখরুল ভাই পবিত্র প্রেসক্লাবে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত যেভাবে মিথ্যাচার করেন এতে প্রেসক্লাবের পবিত্রতা নষ্ট করে ফেলেছেন। একটা পবিত্র জায়গায় দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা নিন্দা করা, গালাগালি, অসভ্যভাবে বক্তব্য দেওয়া-এতটা পবিত্র জায়গার যে ঐতিহ্য ছিল, তা তিনি ম্লান করে দিয়েছেন। পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের সবার।

তিনি বলেন, আওয়ামী লীগের চামড়া তুলে নিবে, দেশ ছাড়া করবে। মুখ দিয়ে দেশ উদ্ধার করা যায়। কিন্তু আপনার মুরাদ কতটুকু, সেটাও দেখতে হবে। তিনি বলেন, আমরা চাই আপনারা সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসেন। সামনে নির্বাচন। মানুষের কাছে যান। জনগণের কাছে মাফ চেয়ে ভোটে যান। ভোটে যদি জয়লাভ করেন, আমরা আপনাদের সেলুট দিয়ে ক্ষমতায় বসাবে। কিন্তু পদ্মা প্রকল্পে ষড়যন্ত্রের চেষ্টা করেন, তাহলে মোকাবেলা করা হবে।

আগামী ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। একই সাথে এ সভা থেকে আগামী ১৮ জুন ২০২২ বিকাল ৩ টায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের সমাবেশ সফল আহ্বান জানান।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায় বীরবিক্রম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহদত হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, জাতীয় পার্টি-জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতান আহমেদ বিশ্বাস, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মোঃ আলী ফারুকী, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতা শহীদুল ইসলাম মিলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সভাপতি কমরেড আবুল হোসাইন, বাংলাদেশ গণআজাদী লীগ ঢাকা মহানগরের সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশন ঢাকা মহানগরের সদস্য সচিব মাওলানা কামরুল আহসান, গণতান্ত্রিক মজদুর পার্টি ঢাকা মহানগরের আহ্বায়ক শামীম আরা, গণতন্ত্রী পার্টি ঢাকা মহানগরের সভাপতি এম এ গনি, জাতীয় পার্টি-জেপির ঢাকা মহানগর নেতা জাহাঙ্গীর আলম প্রধান, সাম্যবাদী দল ঢাকা মহানগরের সম্পাদক বাবুল বিশ্বাস প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!