• আজ সকাল ৮:০১, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তাসকিনের ৫ উইকেট, দক্ষিণ আফ্রিকা ১২৬/৮

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৩, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৩, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে টাইগার বোলিং তোপে ১০৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। শুরুটা করে মিরাজ, এরপর জোড়া আঘাত হানেন তাসকিন। এরপর প্রোটিয়া অধিনায়ককে ফেরান সাকিব। ৪ উইকেট হারানোর পর স্বাগতিকদের বিপদ বাড়ান শরিফুল। প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা ভ্যান ডার ডুসেনকে ফেরান টাইগার এই পেসার।

দক্ষিণ আফ্রিকা ২৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা প্রিটোরিয়াস ৯ রান ও মিলার ৭ রানে ব্যাট করছেন।

এর আগে, বল করতে নেমে বাংলাদেশ প্রথম ওভারেই শরিফুলের বলে রিভিউ হারায়। মোস্তাফিজের পর তৃতীয় বোলার হিসেবে মিরাজকে আক্রমণে আনেন তামিম। নিজের দ্বিতীয় ওভারেই ব্রেক থ্রু দিয়েছেন এই ডানহাতি স্পিন অলরাউন্ডার। সাজঘরে পাঠিয়েছেন মারকুটে ওপেনার ডি কককে (১২)।

ইতিহাস গড়ার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। এ নিয়ে টানা ৬ ম্যাচে একই একাদশ খেলছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা পেসার ওয়েইন পারনেলের বদলে আজ খেলছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটকিপার), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি, লুঙ্গি এনগিডি।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ