তিন দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১৬, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১৬, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অনার্স ১৯-২০, ১৮-১৯ ও ১৭-১৮ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থীরা ৷ বুধবার (১৬ মার্চ) বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করে অবরোধ করে রেখেছে। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে৷
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-
১.করোনা সংক্রমণের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের (১৯-২০, ১৮-১৯, ১৭-১৮) প্রকাশিত সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।
২। দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে। ১০০ নম্বরের পরিবর্তে ৮০ নম্বরের পরীক্ষা নিতে হবে ও ২০ নম্বর ইনকোর্সের মাধ্যমে যোগ করতে হবে।
৩। গণহারে অকৃতকার্য হওয়ার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ও এর স্থায়ী সমাধান করতে হবে।
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে৷ দাবি না মানলে আমরা রাস্তা ছাড়বো না৷
এসময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, দাবি মোদের একটাই, উই ওয়ান্ট প্রমোশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকে৷ এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে৷