• আজ সন্ধ্যা ৬:০৮, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তুরস্কের নজর এবার ড্রোন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রে

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১০:৫১ পূর্বাহ্ণ

 

দীর্ঘদিন ধরেই তুর্কি ড্রোন বিপুল সাফল্য লাভ করছে যুদ্ধক্ষেত্রে। কারাবাখ ও লিবিয়ার যুদ্ধক্ষেত্রেও তুরস্কের তৈরি ড্রোনগুলো কেবল বিপুল সাফল্যই লাভ করেনি বিশ্বব্যাপী প্রশংসাও পেয়েছে।

এবার ড্রোন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির দিকে ঝুঁকছে তুরস্ক। এ প্রকল্প নিয়ে কাজ করছে দেশটির সমরাস্ত্র তৈরি ও গবেষণা প্রতিষ্ঠান (সাগে)।

আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য এসব ক্ষেপণাস্ত্র তৈরিতে তুরস্কের রাষ্ট্রীয় সমরাস্ত্র তৈরি প্রতিষ্ঠান দেশটির কোকায়লি প্রদেশের জেবজি জেলায় এক প্রদর্শনীর আয়োজন করে।

এতে প্রকল্পের মহাপরিচালক গুরকার অকুমুস বলেন, আগামীতে সমরাস্ত্র প্রযুক্তিতে বেশ পরিবর্তন আসবে। এ কারণে আগে থেকেই তুরস্ক সমরাস্ত্র আধুনিকায়ন করছে।

তুরস্কের বায়রাক্তার টিবি২ হলো-একটি সর্বাধুনিক প্রযুক্তির আক্রমণকারী ড্রোন। এটির নকশাকার হলেন সেলজুক বায়রাক্তার। তুর্কি ভাষায় বায়রাক্তার শব্দের অর্থ হলো পতাকাবাহী।

ড্রোন নিয়ে তুরস্কের সমর কৌশল বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। বহু দেশ তাদের প্রতিরক্ষা কৌশলকে তুরস্কের বর্তমান সাফল্যের আলোকে পুনর্বিন্যস্ত করছে, যাতে করে বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কৌশলের যে পরিবর্তন হচ্ছে তার সাথে মানিয়ে নেয়া যায়।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ