তৃতীয় সন্তানের গুজব, ওমর সানী বললেন, ‘নাউজুবিল্লাহ’
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১৫, ২০২২ ৭:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১৫, ২০২২ ৭:০৯ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সংসারে ঝড় বইছে। আরেক নায়ক জায়েদ খান তাদের সুখের সংসার ভাঙতে চাইছেন বলে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও করেছেন ওমর সানী। যদিও মৌসুমী এরইমধ্যে জায়েদকে ‘ভালো ছেলে’ বলেও দাবি করেছেন। সবশেষ সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিনও এ নিয়ে মুখ খোলেন। জানান, জায়েদ খান তার মাকে ডিস্টার্ব করেন। এরমধ্যেই সম্প্রতি ওমর সানীর সঙ্গে একজনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যেখানে সানীকে বলতে শোনা যায়, আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে। আরও একটি সন্তান আসছে ইনশাআল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগুলো বলছি।
এর সূত্র ধরে বলা হচ্ছে, ওমর সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি! যদিও একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সানী। তিনি বিষয়টি নিয়ে বলেন, নাউজুবিল্লাহ। এগুলো বানোয়াট কথাবার্তা। এডিট করে কথা ছড়ানো হচ্ছে। যারা এটা করছেন তারা কেনো করছেন তারাই ভালো বলতে পারবেন। কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছে সেটা জানিনা। তবে কাজটি ঠিক করেননি।