দিনাজপুরের বিরামপুরে ঐতিহাসিক ৭মার্চ পালন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৭, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৭, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ
জাহিনুর ইসলাম- বিরামপুর, দিনাজপুর প্রতিনিধিঃ
উপলক্ষে সমবার সকাল ৮টায় বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। এর পর সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ৭ই মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, দোযা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয। এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, স্থানীয বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোস্তাক হোসেন মাস্টার,আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, উপজেলা শিক্ষা অফিসার নুর আলম সিদ্দিক, যুব উন্নয়ন অফিসার জামিল উদ্দিন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র-ছাত্রী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম মণ্ডল।