দীপাবলির প্রদীপের আগুনে দগ্ধ রুয়েট ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রী মৌমিতা সাহা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ২৪ অক্টোবর রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন মৌমিতা সাহা। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
মৌমিতা রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনায়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুয়েটের ম্যাটেরিয়াল স্যায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক পবিত্র প্রসাদ মণ্ডল বলেন, গতকাল রাতে মৌমিতার মৃত্যু হয়। মৃত্যুর পর তার লাশ খুলনায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দীপাবলির প্রদীপের আগুন কাল হলো তার। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।