দুঃখ হয়, অনেক আলেম-ওলামা কারাগারে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ৮, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ৮, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: আলেম-ওলামাদের গ্রেফতারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমাদের দুঃখ হয়, শুধু ইসলামের পক্ষে থাকার কারণে অনেক আলেম-ওলামাকে গ্রেফতার করা হয়েছে। এসব কথা কিন্তু আমরা ভুলে যাইনি। আমরা ক্ষমতায় থাকাকালে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম চালু ও পাঠাগার তৈরি করেছিলাম। মন্দিরেও পাঠাগার নির্মাণ করা হয়েছিল।’
শনিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার বাহবা নিচ্ছে যে তারা কওমি মাদরাসার জন্য অনেক কাজ করেছে। কওমি মাদরাসার দাওরা শিক্ষাকে মাস্টার্সের সম্মান দিয়েছে। কিন্তু এ কাজটা বিএনপি আমলে প্রায় শেষ হয়ে যায়। আজ মিথ্যা মামলা দিয়ে আলেমদের কারাগারে পাঠানো হয়েছে। সরকার সে কাজটিই ভালোভাবে করে। তারা গোটা দেশকেই বিপন্ন করে ফেলেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশের ২৯টি বিভাগকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে দুর্নীতির কোনো খবর যাতে প্রকাশ না হয়। এমনিতেই চ্যানেল ও পত্রিকাগুলোতে বলে দেওয়া হয় কোন খবর যাবে, কোনটা যাবে না। খবর পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে! আর প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে গণতন্ত্র নিয়ে মিথ্যাচার করেছেন। আসলে সরকার গোটা দেশে বর্গিদের মতো লুটের রাজত্ব কায়েম করেছে। চলমান কঠিন সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না, কারণ নতজানু পররাষ্ট্রনীতি। তাদের থেকে মুক্তি পাওয়ার একটিই পথ, সেটা হলো নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।’
এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। একটি সংগঠন নিহত আবরারের স্মরণে কর্মসূচি পালন করতে গেলে তাদের মঞ্চ ভেঙে দিয়েছে ছাত্রলীগ। ছাত্রদলের নেতাকর্মীদের পিটিয়েছে। চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তালা দিয়েছে। তারা সব শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে। দেশে অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশে মানুষের নিরাপত্তা নেই। একজন মহিলা ফেসবুকে পোস্ট করায় রাতের বেলা তাকে ধরে নিয়ে যায়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করেছে সরকার।’
স্বাধীন খবর ডটকম/আ আ
