• আজ রাত ২:০২, বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ বিপজ্জনক পরিণতির দিকে যাচ্ছে: রব

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ

 

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অপশাসন, দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ বিপজ্জনক পরিণতির দিকে যাচ্ছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংকট নিয়ন্ত্রণহীন পর্যায়ে চলে যাচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্র এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি। সংকট আরও গভীরতর হলে আইএমএফের খুঁটিও সে ভার বইবার মতো যথেষ্ট উপযোগী হবে বলে প্রতীয়মান হয় না। এ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে অবিলম্বে সব রাজনৈতিক দল ও পেশাজীবী সামাজিক শক্তির অংশীদারত্বে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ‘জাতীয় রোডম্যাপ’ প্রণয়ন করা জরুরি কর্তব্য।

৭ নভেম্বর উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা সভায় আ স ম আবদুর রব (ভার্চুয়ালি যুক্ত হয়ে) এসব কথা বলেন।

জেএসডি কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া। আলোচনায় অংশ নেন কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন ,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আনোয়ারুল কবির মানিক, আনিসা রত্না, এম এ আউয়াল, কামরুল আহসান অপু, আবুল কালাম, তৌফিক উজ জামান, ওমর ফারুক সেলিম প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!