দুবাইয়ে ফ্রী রুটি পাওয়ার জন্য বসানো হয়েছে ভেন্ডিং মেশিন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ২:১০ অপরাহ্ণ

দুবাইয়ের বিভিন্ন সুপার মার্কেটে বসানো হয়েছে ব্রেড ভেন্ডিং মেশিন যেখান থেকে গ্রাহকরা টাচস্ক্রিনের মাধ্যমে বিনামূল্যে অর্ডার করতে পারবেন ফ্রেশ পাউরুটি ব্রেড কিংবা চাপাতি। দুঃস্থ ও সঙ্গতিহীন অভিবাসীদের কথা চিন্তা করে দুবাইয়ের শাসক এবং আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এই মানবিক উদ্যোগটি নিয়েছেন।
মেশিনটিতে একটি ক্রেডিট কার্ড রিডার আছে কিন্তু তা রুটির মূল্য পরিশোধের জন্য না বরং এ মহান উদ্যোগে সহায়তার্থে কেউ ডোনেশান দিতে চাইলে এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে তিনি তা দিতে পারবেন। দুবাই স্ট্যাটিসটিকস সেন্টারের মতে খাদ্যপণ্যের মূল্য বছরের পর বছর ৮.৭৫% হারে বাড়ছে। ট্রান্সপোর্টের ব্যয় বেড়েছে ৩৮%। কিন্তু সে তুলনায় বিশেষ করে অভিবাসী কর্মীদের আয় বাড়েনি। এদের জন্য খানিকটা স্বস্তির কারণ হবে এসব ব্রেড ভেন্ডিং মেশিন।
জাতিসংঘের ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী আমিরাতে ৮.৭ মিলিয়ন অভিবাসী আছেন যারা মূলতঃ স্বল্প আয়ের বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপাইন সহ দক্ষিণ এশিয় দেশগুলোর নাগরিক। লন্ডনভিত্তিক হ্যানলি এন্ড পার্টনার্স ইনভেস্টমেন্ট মাইগ্রেশন কন্সালটেন্সি’র ধারণা মতে দুবাইয়ে ৬৮ হাজার মিলিয়নিয়ার এবং ১৩ জন বিলিয়নিয়ার আছেন যা দুবাইকে বিশ্বের ২৩ তম ধনী নগরীতে পরিণত করেছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
