দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে ১১০ কার্টন সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১১০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। ওই যাত্রীর নাম মোহাম্মদ আমান উল্লাহ। শুক্রবার সকালে ফ্লাই দুবাই থেকে একটি ফ্লাইটে করে আমান শাহ আমানত আন্তজার্তিক বিমান বন্দরে আসেন ওই যাত্রী।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, দুবাই থেকে আসা আমান উল্লাহ নামে এক যাত্রীর কাছ থেকে ১১০ কার্টন সিগারেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ টাকার টাকা। সিগারেট উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
