দুর্যোগময় পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে আছে : আমিনুল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
মিরপুরের পল্লবী থানার ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগর উত্তরের আয়োজনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ ও প্রতিকার প্রক্রিয়ার অংশ হিসাবে আসহায়, দুঃস্থ ও দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক উপস্থিত থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে ধনীরা আরো ধনী হচ্ছে। ধনী-গরীবের বৈষম্য বেড়েই চলেছে এবং বিশ^ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম তার চেয়ে তিনগুণ বেশি মূল্য এখন বাংলাদেশে। বর্তমান সরকারের আমলে কেবলমাত্র দুর্নীতিবাজদের দুর্নীতির কারণে ধনীক শ্রেণির লোকেরা অগাধ সম্পত্তির মালিক হচ্ছে, আর মধ্যম ও নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে। দুর্নীতে বাংলাদেশ এখন শীর্ষে। সংসার নির্বাহ করতে গিয়ে মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। ওএমএসের ট্রাকের পেছনে মানুষের লাইন দেখলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের বিভীষিকাময় অমানবিক দিনগুলোর কথা মনে পড়ে যায়। বৈষম্য আর দুর্ভিক্ষের জন্য বর্তমান ভোটারবিহীন আওয়ামী সরকারই দায়ী। দেশের যেকোন দুর্যোগময় পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবসময়ই জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
তিনি বলেন, করোনা মহামারিতে মানুষের উপার্জন অনেক কমে গেছে। তার ওপর সরকারের অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। তাই আসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে জাসাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য গোলাম কিবরিয়া মাখন, আমজাদ হোসেন মোল্লা, মাহবুব আলম মন্টু, হাফিজুল হাসান শুভ্র। জাসাস ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আরিফুর রহমান মোল্লা, নাহিদ উল্লাহ চৌধুরী, অধ্যক্ষ আশরাফ শাহীন, জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব শফিকুল হাসান রতন, জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক মালেক মুন্সি, জাহাঙ্গীর আলম মিন্টু, রফিকুল ইসলাম সাগর, ওমর ফারুক, জাহিদ হোসেন ইমন, জাহাঙ্গীর আলম বাবু, অ্যাডভোকেট রাফিজা আলম লাকী, আনোয়ার হোসেন চানু, মোঃ শহীদুল ইসলাম, মোঃ সোহেল কামাল সোহেল, রিপন হাওলাদার, সদস্য শামসুল কবির মিলনসহ পল্লবী থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাজী আবু তৈয়ব, সহ-সভাপতি হাজী ইউনুস আলী, নজরুল ইসলাম নজু, আক্কাছ আলী, জাহাঙ্গীর আলম, লালন, আবুল খায়ের, মোঃ মোক্তার হোসেন, মোঃ বাবুল, বশিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।