দেশের মানুষের সক্ষমতা আগের থেকে বেড়েছে : পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
দেশের মানুষের সক্ষমতা আগের থেকে বেড়েছে দাবি করে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছি। কেউ বাজারে গেলে খালি হাতে আসে না। মাল কিনেই বের হয়। মানুষের ক্রয়ক্ষমতা বহুগুণ বেড়েছে।
বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। এরপর অনুমোদন দেওয়া হয় উন্নয়ন বাজেট।
মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের বাজারে মূল্যস্ফীতির ছোবলের মাত্রা কম। বাজারে ক্রেতা ঢুকেছে, তারা মাল কিনেই বের হচ্ছে। মঙ্গলবার সিলেটে গেলাম, দেখছি ট্রাকে ট্রাকে মাল বিক্রি হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম.এ মান্নান বলেন, ভারতের থেকে তুলনামূলকভাবে দেশে মূল্যস্ফীতির প্রভাব কম। যুক্তরাজ্যের তুলনায় কম মূল্যস্ফীতি।