দেশের মানুষ এই সরকারের কাছ থেকে মুক্তি চায় : মোশাররফ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আওয়ামী লীগের নেতারা টিসিবির ট্রাকের সামনে লাইন ধরছেন। সাধারণ মানুষের জায়গায় তারা কার্ড নিচ্ছেন।’
টিসিবির ট্রাকের সামনে আওয়ামী লীগ নেতারা লাইন ধরে কার্ড নিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আওয়ামী লীগের নেতারা টিসিবির ট্রাকের সামনে লাইন ধরছেন। সাধারণ মানুষের জায়গায় তারা কার্ড নিচ্ছেন।’
দেশের মানুষ এই সরকারের কাছ থেকে মুক্তি চায় উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে সরকারপ্রধান রেখে তার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা হবে। ক্ষমতাসীনদের হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন আদায় বিএনপির একমাত্র লক্ষ্য।’
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচনের দাবি জানান এই বিএনপি নেতা। বলেন, আপোষে হবে না, আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।
তিনি বলেন, ‘সরকার দেশের গণতন্ত্র হত্যা করেছে, জনগণ তাদের হাত থেকে মুক্তি চায়। সংকট সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’
সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সরকার পতন আন্দোলনে রাজপথেই প্রতিরোধ গড়ে তোলা হবে। কর্মীদের পাশাপাশি সিনিয়র নেতারাও এবার আন্দোলনে মাঠে থাকবেন।’
তিনি বলেন, ‘জনগণের টাকায় করা পদ্মাসেতুর নামে মহাদুর্নীতি করা হয়েছে। যারা দুর্নীতি করেছেন তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’
সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তৃতা করেন।