• আজ সন্ধ্যা ৬:৩৬, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের স্বার্থের পরিপন্থি কিছু করবে না আ’ লীগ’: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:১২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার মূলমন্ত্র জলাঞ্জলি দিয়ে দেশ ও দেশের মানুষের স্বার্থের পরিপন্থি কিছুই করবে না এবং কাউকে করতেও দেবে না।

বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন কমিটি, বাংলাদেশ ব্যাংক আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় যে বৈদেশিক নীতি প্রতিষ্ঠা করে গেছেন তার উপর ভিত্তি করেই বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। এই নীতি অনুসরণ করেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মহান স্বাধীনতা যুদ্ধে যেসব দেশের অবদান ছিল সেসব দেশের সঙ্গে সুসম্পর্ক থাকাটা অস্বাভাবিক নয়। এটার মানে এই নয় যে আমরা আমাদের দেশের স্বার্থ বিলিয়ে দেবো।

তিনি বলেন, বিএনপি কথায় কথায় বলে আমরা নাকি দেশকে বিক্রি করে দিচ্ছি। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের পরিপন্থি কী করেছে, তার একটি তালিকা তৈরি করার অনুরোধ করছি।

তাজুল ইসলাম বলেন সব বৈষম্য নিরসন করে বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ার যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছেন. শত বাধা-বিপত্তি উপেক্ষা করে তা বাস্তবায়নে লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মো. নেছার আহাম্মদ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ