দেশে আজও গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই : দুলু
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ৭, ২০২২ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ৭, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরপেক্ষ ভোটের অধিকার ছিল না। দেশে আজও গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে।
তিনি বলেন, ৭ নভেম্বর যেভাবে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতির অধিকার আদায় করা হয়েছিল; ঠিক একই রকমভাবে দেশকে অন্ধকার থেকে মুক্ত করতে হলে আওয়ামী দুঃশাসনের অবসান করতে হলে আরেকটি বিপ্লব করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশকে আওয়ামী দুঃশাসনের হাত থেকে উদ্ধার করা সম্ভব হবে।
তিনি সোমবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেন।
দুলু বলেন, এ সরকার কোনো নিরপেক্ষ আচরণ করছে না। প্রতিটি সভা সমাবেশে বাধা দিচ্ছে। বিভাগীয় প্রতিটি সমাবেশে সরকারের লোকজন সব ধরনের যানবাহন আগে থেকেই বন্ধ করে রাখছে। সব বাধা উপেক্ষা করে প্রতিটি সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করছেন। ইতোমধ্যে এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে গেছে। কোনো জিনিসপত্র আর মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। বাংলাদেশ এখন হাজারও সংকটে ভরা।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সাবেক সভাপতি সাবেক এমপি সুফিয়া হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সদর থানা বিএনপি সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব বাবুল চৌধুরী ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।