দেশে আর্থিক খাতে কোনো দুর্বৃত্তায়ন নেই: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১, ২০২২ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১, ২০২২ ৫:১০ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
দেশের আর্থিক খাতে কোনো দুর্বৃত্তায়ন নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ দিন দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আর্থিক খাত দুর্বল নেতৃত্বে চলছে বলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য নিয়ে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, আর্থিক খাতে দুর্বৃত্তায়ন নাই। আমি তার প্রতি সম্মান এবং বিশ্বাস রেখে বলতে পারি- সারা বিশ্বে সংকটের মাঝে বাংলাদেশের অর্থনীতি যেভাবে আমরা এগিয়ে নিয়েছি, আমার মনে হয় দিস ইজ বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, অন্যদের সঙ্গে তুলনা করলেও বুঝতে পারবেন আমরা ভালো আছি। কেউ যদি ভালো সময়ের সঙ্গে এই সময় মেলানোর চেষ্টা করে তাহলে মেলানো যাবে না। এটা যদি একই রকম না হয় তাহলে কার সঙ্গে কার কম্পেয়ার করবেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম কীভাবে টানবেন এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, দেশের সব মানুষ ঐক্যবদ্ধ। আমাদের বিদ্যমান যে অবস্থা, সেখান থেকে সুন্দরভাবে জনগণকে সঙ্গে নিয়েই আমরা যাতে এগুতে পারি, সে জন্য এ কাজটি করতে পারি। আমি মনে করি না, আমাদের অন্য কোনো চিন্তা আছে। আমাদের চিন্তাই হলো এটাকে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা গণমাধ্যমে দেখেছি রেমিট্যান্স বেশি আসছে। আমাদের এক্সপোর্ট বেড়ে গেছে। কোনো না কোনো চ্যালেঞ্জিং টাইম থাকবেই। এগুলো একদিকে যেমন কঠোর, আরেকদিক থেকে এগুলো আমাদের সুযোগ সৃষ্টি করে।
আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, এই কোভিড আর ইউক্রেনের যুদ্ধ অনেক সম্প্রসারিতভাবে সুযোগ সৃষ্টি করবে। সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। আমি মনে করি যে কোনো অর্থনীতিবিদের বাইরে চিন্তা করতে পারে না, এর বাইরে চিন্তা করার কিছু নেই।
স্বাধীন খবর ডটকম/আ আ
