• আজ সন্ধ্যা ৭:১৯, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ১:০০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২২ জনে।

বুধবার (৩০ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন।

মৃত ২ জন রাজশাহী ও খুলনা বিভাগের। মৃতদের ১ জনের বয়স ৬০ বছরের উর্ধ্বে এবং ১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

২৪ ঘণ্টায় মৃত পুরুষ ১ জন এবং নারী ১ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৩ জন এবং নারী ১০ হাজার ৫২৯ জন।

গত বছরের ৫ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬০টি আরটি-পিসিআর, ৫৭টি জিন-এক্সপার্ট এবং ৬৬২টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ