দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২২, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২২, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮৮ হাজার টাকা জরিমানা ও ১২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান খান ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে কারেন্ট জাল জব্দ, অর্থ জরিমানা ও ইলিশ মাছ জব্দ করেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ের পদ্মা যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে ১১ জন জেলেকে আটক করে তাদের কাছ থেকে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান ।
অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং প্রায় ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
এদিকে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার যমুনা নদীতে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল এবং ১১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ ৪টি মাদ্রাসায় এতিমদের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করা হয়। সহকারী কমিশনাররা জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
স্বাধীন খবর ডটকম/আ আ
