• আজ সন্ধ্যা ৭:০৬, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দৈনিক আমাদেরসময় পত্রিকার ১৮ বছরে পদার্পণে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ১:১২ অপরাহ্ণ

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় দৈনিক আমাদেরসময় পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার (২৭ মার্চ) সকালে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম। দৈনিক আমাদেরসময় পত্রিকার জেলা প্রতিনিধি খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, কবি সরোজ দেব, প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, প্রেস ক্লাবের সহ-সভাপতি দীপক কুমার পাল, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, সহ-সাধারণ সম্পাদক শাহাবুল শাহীন তোতা, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, নির্বাহী সদস্য রজতকান্তি বর্মন, দৈনিক আমাদের সময় পত্রিকার সুন্দরগঞ্জ প্রতিনিধি রেদওয়ানুর রহমান, পলাশবাড়ী প্রতিনিধি মো. আরিফ উদ্দিন, সাদুল্লাপুর প্রতিনিধি শহিদুল হক, ফুলছড়ি প্রতিনিধি রাজু আহম্মেদ, সাংবাদিক আফরোজা লুনা, শামসুজ্জোহা, কার্তিক চন্দ্র বর্মন, ওবাইদুল ইসলাম, আব্দুল মুন্তাকিম জুয়েল ও মো. স্বজন ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক উত্তম সরকার।
প্রধান অতিথি রবিউল ইসলাম দৈনিক আমাদের সময় পত্রিকা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় এবং জাতীয় অগ্রগতিতে পত্রিকাটি বিশাল ভূমিকা পালন করছে। তিনি তাঁর বক্তব্যে উল্লে¬খ করেন আগামী দিনগুলোতেও দৈনিক আমাদেরসময় তার অতীত ঐতিহ্যকে ধারণ করে বস্তুনিষ্ঠতা ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে সামনে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রবিউল ইসলাম ও বিশেষ অতিথি জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবুকে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি খায়রুল ইসলাম।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ