দ্য টাইমসের প্রতিবেদন : এই সপ্তাহেই ফিলিস্তিনকে ‘স্বীকৃতি’ দেওয়ার পরিকল্পনা স্টারমারের
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই সপ্তাহেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন। সরকারের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে বড়সড় বার্তা দিতে চাইছে লেবার সরকার
এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, যুক্তরাজ্য হবে পশ্চিমা বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ যারা সরাসরি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে।
তবে বিরোধী দলের পক্ষ থেকে এ সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে পার্লামেন্টে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
স্বাধীন খবর ডটকম/আ আ