• আজ সন্ধ্যা ৭:১৫, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র অনশন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

দ্রব্যমূল্যর লাগামহীন উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে অদ্য সকাল ১০ ঘটিকার সময় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সভাপতিত্বে অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন বর্তমানে চাল, ডাল, তেল সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি দামে সাধারণ জনগণ বিদেশেহারা। অনেক মানুষ অনাহারে, অর্ধহারে দিন যাপন করছে। টিসিবি গাড়ির পেছনে মানুষের ভীড় ও দৌড়াদৌড়ি, মানুষের চরম অসহায়ত্বের বহিঃপ্রকাশ। দ্রুত সময়ে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অনতিবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার আওতায় আনতে হবে।

অনশনে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, আব্দুল গাফ্ফার চৌধুরী, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, এহসানে মওলা, জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব সৈয়দ এম সাইফুদ্দীন, শফিকুল ইসলাম রাহী, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বাঁশখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. নাসির উদ্দিন, সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. আবু তাহের, আবুল কালাম আবু, শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম, মাওলানা মোঃ জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু, মোঃ ছগির, জামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, সহ-সাধারণ সম্পাদক গাজী মোঃ ফোরকান, বিএনপি নেতা এম এ রহিম চৌধুরী, এম কামাল উদ্দিন চৌধুরী, শেফায়েত উল্লাহ চক্ষু, মোঃ ইফতেখার, মেহেদী হাসান সুজন, শহীদুর রহমান, দেলোয়ার আজিম, অধ্যক্ষ জাকারিয়া, আমির হোসেন, আব্দুল মান্নান, হাফেজ মাওলানা নোমান ফারুকী, জয়নাল আবেদীন, জেলা ছাত্রদল নেতা মোঃ ইসমাইল, এনামুল হক, রিয়াদ উদ্দিন, মোঃ তারেক, মোঃ মাঈনুদ্দীন, শফিউল আলম সহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ