দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে এই সরকার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৯, ২০২২ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৯, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান সরকার ষড়যন্ত্রমূলক ভাবে জ্বালানী তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি করে বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধি করেছে। সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি করে তারা জনগনের পকেট কেটে ফায়দা হাসিল করছে। এবং তিনি আরো বলেন, অবিলম্বে এসব বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে দেশের জনগনকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আজ বুধবার সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারনে চাল, ডাল, তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনী দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারণের মাঝে পণ্য সরবরাহের দাবিতে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রাপ্ত, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভি.পি নাসির, সাধারণ সম্পাদক শাহারিয়া শামস্ কেনেডি, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, কবির আহমেদ, শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মী বৃন্দ।