• আজ রাত ১:৫০, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরুন : সরকারকে বাবলা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে জনজীবনে হতাশা বিরাজ করছে। সরকারকে এখন এর লাগাম টেনে ধরতে হবে। তা না হলে আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কদমতলী বালুর মাঠে থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবলা বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। হতাশা বিরাজ করছে জনগণের মাঝে। শুধুমাত্র অসহনীয় দ্রব্যমূল্যের কারণে সরকারের অব্যাহত উন্নয়নও ম্লান হয়ে যাবে। তিনি বলেন, দেশে জবাবদিহিতার অভাব। বাজার মনিটর ঠিক মত করা হচ্ছে না। এসবের পিছনে শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। জনগণকে নিঃস্ব করছে। যেকোন মূল্যে সরকারকে এই সিন্ডিকেট নির্মূল করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একটি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের মাঝে আজ নাভিশ্বাস ওঠেছে। তরুণদের চাকরি নেই। জনমনে ক্ষোভ বাড়ছে। এই অবস্থা থেকে শুধু পরিত্রাণ দিতে পারে জাতীয় পার্টি। দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের ক্ষমতায় আনুন। আমরা জনগণের জন্য সুশাসন, শান্তি, সৌহার্দ্য ও মর্যাদা প্রতিষ্ঠিত করবো।

শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সুজন দে, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, জাতীয় পার্টি কেন্দ্রীয় নেত্রী শাহানাজ পারভীন, সালমা আক্তার শারমিন, সুলতানা লিপি প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!