• আজ সকাল ৮:৪০, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুর প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দ্রব্যমূল্য উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন।

ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আজ বুধবার সকাল ৯টা থেকে এ প্রতীকী অনশন শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে।

প্রতীকী অনশনের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসা। জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খাঁন পলাশ এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমটি আক্তার টুটুল, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আতাউর রশিদ বাচ্চু, জেলা বিএনপির সাবেক প্রচার বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।

প্রতীকী অনশনের সভাপতির বক্তব্যের শেষে পানি পান করিয়ে সমবেতদের অনশন ভাঙ্গান উকিল বারের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবি সৈয়দ শফিউল আলম ও ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা.আলী আকবর হালদার ।

এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, বিএনপি নেতা ফাত্তাউল ইসলাম ফাত্তা, বিএনপি নেতা এবি সিদ্দিকী মিতুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসানুজ্জামান, জেলা যুবদলের সহ-সভাপতি মো :মাসুদুর রহমান লিমনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একদিকে দেশের কোটি কোটি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা অগাধ সম্পদের মালিক হয়ে গেছে। এদের বিরুদ্ধে দেশের সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ