• আজ সকাল ৬:২৪, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির গণঅনশন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ণ

 

গাজীপুর মহানগর সংবাদদাতা
সারা দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সরকারের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর বিএনপি।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সীমাহীন ভোগান্তিতে পড়েছে জনগণ। বিশ্ব রাজনীতিতে অশনি সংকেত বিরাজ করছে। দুনিয়ার সকল অমুসলিম এক হয়ে যাবে, তাদের সাথে মিশে যাবে আমাদের প্রধানমন্ত্রীও। তাই ভোটসহ আমাদের সকল অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার প্রস্তুতি নিতে হবে।

শহরের রাজবাড়ি রোডস্থ মহানগর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনশনস্থলে আসেন। সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: সোহরাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন – কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকার প্রমুখ। সভা শেষে নেতৃবৃন্দকে শরবত দিয়ে অনশন ভঙ্গ করান সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা সৈয়দ আক্তারুজ্জামান, আব্দুস সালাম শামীম, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, শরাফত হোসেন, জিএস নাসিমুল ইসলাম মনির, কাউন্সিলর সফি উদ্দিন সফিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ