নওগাঁর মহাদেবপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২৩, ২০২২ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২৩, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি
চলন্ত বাসের সাথে বিপরিতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ পাঁচ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাট-বদলগাছী মহাসড়কের পয়নারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, নজিপুর থেকে ছেড়ে আসা একটি বাস উপজেলার পয়নারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ওই বাসটিকে চাপা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসটি দুমরে মুচরে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দু’জন মারা যায়।
তাৎক্ষণিক খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দু’জনের লাশ উদ্ধার করে এবং আহত প্রায় ২০ জনকে চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো তিন জন মারা যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং বাকিরাও আশঙ্কাজনক অবস্থায় আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ।