• আজ সকাল ৮:১৭, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নদীতে গোসলে নেমে নিখোঁজ দু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
দাদির সঙ্গে নদীতে গোসল করতে নেমে গোসাইরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পদ্মা নদী থেকে বিথী আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল ৬টার দিকে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের দাতরা গ্রামে পদ্মা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বিথি ওই গ্রামের বাবুল জমাদ্দারের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।গোসাইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার গোসাইরহাট উপজেলার দাতরা গ্রামের বাবুল জমাদ্দারের মেয়ে বিথি আক্তার (৬) নামে এক শিশু দুপুরে দাদি মজিতুন্নেসা বেগমের সঙ্গে বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায় শিশু বিথী। তখন ঢেউয়ের পানিতে ডুবে যায় সে। পরিবারের সদস্যসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে গোসাইরহাট ফায়ার সার্ভিস ও বরিশালের ডুবুরি দল দুইদিন পদ্মা নদীতে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল সকাল ৬টার দিকে কুচাইপট্টি ব্রিজের নিচে এক জেলে বিথির মরদেহ ভাসমাণ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে তারা স্থানীয়রা উদ্ধার করে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন বলেন, শিশুটি নিখোঁজের বিষয়টি আমি জানি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে শিশুটির মরদেহ উদ্ধার হয়েছে মাত্র শুনলাম, খোঁজ নিচ্ছি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ