• আজ বিকাল ৫:৩৯, বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নদী ভাঙ্গন রোধে সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করা হবেঃসালাম মূর্শেদী এমপি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম, খুলনা
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, রূপসা উপজেলার চর শ্রীরামপুর এলাকায় নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে। অপর পাড়ের অবৈধ ইট ভাটা ব্যবসায়ী কর্তৃক নদী দখলের বিরুদ্ধে সর্বপ্রকার আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সরকারের সময়ে কেউই জনসাধারণকে ফাঁকি দিয়ে নদী দখল করে অবৈধভাবে ভাটা ব্যবসা পরিচালনা করতে পারবেনা। ভাটা ব্যবসায়ী যে দলেরই হোকনা কেন কৃষকদের স্বার্থে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অতিসত্ত্বর গ্রহন করা হবে।

তিনি আরও বলেন, চর শ্রীরামপুর এলাকায় ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির মাধ্যমে সর্ব প্রকার ব্যবস্থা করা হয়েছে। তিনি গত ১৮ মার্চ রূপসার চর শ্রীরামপুর এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভেড়িবাধের সংস্কার কাজের উদ্বোধন, রূপসা উপজেলার আজগড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায় পালেরবাজার সংলগ্ন কমিনিউটি ল্যাট্রিন এর উদ্বোধন কালে এসব কথা বলেন।

বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির খুলনা নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজজাদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম.আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, প্রভাষক অয়াহিদুজ্জামান, জেলা আ’লীগ নেতা আঃ মজিদ ফকির, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, এমপির সমন্বয়কারী মোঃ নোমান ওসমানী রিচি, আ’লীগ নেতা চঞ্চল মিত্র, এস এম হাবিব, আক্তার ফারুক, আঃ গফুর খান, শ.ম জাহাঙ্গীর, সাইদুর রহমান সগির, আঃ মান্নান শেখ, আশাবুর রহমান মোড়ল, জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, উপজেলা যুবলীগ নেতা সরদার জসিম উদ্দিন প্রমূখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ