না’গঞ্জে খালেদা জিয়ার সুস্থতায় যুবদলের কোরআন খানি ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ১৭, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ১৭, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খানি, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করেছে জেলা যুবদল।
আজ শুক্রবার (১৭ জুন) বিকেলে ফতুল্লার এনায়েতনগরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। দোয়ার পূর্বে বক্তব্যে তিনি বলেন, আজ শুধু গণতন্ত্র নয় মানবাধিকার লুন্ঠিত। আজ দেশের এক সিনিয়র সিটিজেন, সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছেনা। রাষ্ট্র নাগরিকের রক্ষার দায়িত্বে থেকেও সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। এর জন্য অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা যুবদল নেতা কায়েস আহমেদ পল্লব, জুয়েল আরমান, জেলা ছাত্রদলের সহ সভাপতি শরিফ হোসেন মানিক, যুগ্ম সম্পাদক মুরাদ হাসান, ফতুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল খালেক টিপু, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব খায়রুল আলম জসিম, যুবদল নেতা মোঃ শাহিন, মোঃ ইমরান হোসেন, মহসিন, পারভেজ মিয়া, মাসুম, মোঃ মাসুম ভূইয়া, মোঃ মাহবুবুর রহমান, মোঃ রাসেল প্রমুখ।