• আজ সকাল ৬:৫০, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জ ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়া

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১, ২০২২ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়া পরিস্থিতি। সদর হাসপাতালে প্রতিদিন দেড়শ ডায়রিয়ার রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে এ প্রতিবেদককে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মশিউর রহমান। এছাড়াও প্রতিটি উপজেলায় একই অবস্থা বিরাজ করছে বলে জানান তিনি।
ডা. মশিউর বলেন, আমাদের সদর জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) প্রতিদিন গড়ে দেড়শ ডায়রিয়ার রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। একই অবস্থা জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। রোগীদের এই অবস্থার কারণে হাসপাতালগুলোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সদর জেনারেল হাসপাতালের ভেতরে ও বাইরে দুটি করে শয্যা বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সময়টা ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাবার সময়। প্রতি বছর এ সময় ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। নারায়ণগঞ্জে সুপেয় পানির খুব সমস্যা আর রোগটি পানিবাহিত। সবাইকে খাবারের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা এ ব্যাপারে চারিদিকে প্রচারণা চালাচ্ছি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ