• আজ রাত ৮:২০, বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাঙ্গলকোটে ঘরের ওপর গাছ পড়ে এক পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কুমিল্লায় ঘরের ওপর গাছ পড়ে এক পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার নিজাম উদ্দিন, তার স্ত্রী ও কন্যাশিশু নুসরাত।
 
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় একটি গাছ নিজামের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নেজাম ও তার স্ত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশু নুসরাতকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত নিজাম উদ্দিন মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে এসেছেন ১ মাস হলো। নতুন বিল্ডিং করেছেন। শুক্রবার সেখানে উঠার কথা ছিলো

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ