নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি প্রার্থী রবি, নাসির ও মামুন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নরায়ণগঞ্জ : সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে জেলা বিএনপির সম্মেলন। জেলা বিএনপির সাবেক কমিটির চরম ব্যর্থতার পর এবার সম্মেলনের দিকে হাঁটছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশ, সম্মেলন ছাড়া কমিটি ঘোষণা করা যাবে না। এদিকে সম্মেলনকে ঘিরে বেশ সক্রিয় জেলা বিএনপির বিভিন্ন সর্বস্তরের নেতাকর্মীরা। ইতোমধ্যে জেলার আওতাধীন সকল ইউনিট কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, এপ্রিল মাসের মধ্যেই জেলার সম্মেলন শেষ করতে চায় বিএনপির হাইকমান্ড। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল নির্দেশনাও দেয়া হয়েছে কেন্দ্র থেকে। নারায়ণগঞ্জ শহরে অথবা রূপগঞ্জে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।
জানা যায়, জেলা বিএনপির আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মাসুকুল ইসলাম রাজীব এবং শরীফ আহমেদ টুটুল চেয়ারম্যান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে বেশ এগিয়ে আছেন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল। দলীয় কর্মসূচিতে বেশ সক্রিয় এই বিএনপি নেতা দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে নানা মামলার শিকার হয়েছেন।
এর আগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন রোজেল। শহরে নিজের কর্মী বাহিনীও রয়েছে সাবেক এই ছাত্রদল নেতার।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মাসুকুল ইসলাম রাজীবও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে বেশ আলোচনায় আছেন। এর আগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন রাজীব। দলীয় কর্মসূচিতেও তার ব্যাপক অংশগ্রহন দেখা যায়।
বিগত সময়ে আন্দোলন সংগ্রামের অংশ নিতে গিয়ে একাধিকবার জেল খেটেছেন রাজীব। থানায় তার বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে। তার রয়েছে নিজস্ব কর্মীবাহিনী
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ আহমেদ টুটুল। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি। জেলা বিএনপির বিগত কমিটিতে জেলার সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে চান।
স্বাধীন খবর ডটকম/আ আ
