• আজ রাত ১০:০১, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিউইয়র্কে ইলেকট্রনিক পণ্য মেরামত আইন পাস

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৯:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ

 

দীর্ঘ লড়াই শেষে অবশেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইলেকট্রনিক পণ্য মেরামত আইন পাস করা হয়েছে। গত শুক্রবার নিউইয়র্কের সিনেটে বিলটি ৫৯-৪ ভোটে পাস হয়। পরে প্রতিনিধি পরিষদে এটি ১৪৫-০১ ভোটে পাস হয়।  চূড়ান্ত আইনে পরিণত হওয়ার জন্য এটি এখন গভর্নর ক্যাথে হচালের কাছে যাবে।

ভাইস নিউজের খবরে এই বিলকে যুক্তরাষ্ট্রে পাস হওয়া সবচেয়ে বিস্তৃত ভোক্তা অধিকার আইন হিসেবে উল্লেখ করা হয়েছে।  এটি ভোক্তা ও ভোক্তা অধিকারসংশ্লিষ্ট গোষ্ঠীর তৃণমূলের দীর্ঘদিনের প্রচারণার ফল।

ডিজিটাল ফেয়ার রিপেয়ার আইনে সকল ধরনের ইলেকট্রনিস পণ্য অন্তর্ভুক্ত থাকবে। আইনের ফলে কোম্পানিগুলোকে এখন মেরামতের যন্ত্রাংশ এবং সরঞ্জাম বিক্রিতে গ্রাহকদের ‘ন্যায্য এবং যুক্তিসংগত শর্তে’ মেরামতের নথিপত্র সরবরাহ করতে হবে।

খবরে বলা হয়েছে, এটি শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রজুড়েই ক্রেতা ও স্বাধীন মেরামতের দোকানগুলোর জন্য একটি ঐতিহাসিক বিজয়। অনেকে মনে করছেন, এ পদক্ষেপ ভোক্তা ও ইলেকট্রনিক পণ্যের নির্মাতাদের মধ্যে ক্ষমতায় একটি ভারসাম্য নিয়ে আসবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ