• আজ বিকাল ৪:২১, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের গুরুত্ব ডিসি ও এসপিদের স্মরণ করিয়ে দিলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ৮, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ৮, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ

 

জেলা প্রসাশক ও পুলিশ সুপারদের নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৮ অক্টোবর) সকালে আসন্ন জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন উপলক্ষ‍্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে মতবিনিময় শুরুর আগে স্বাগত বক্তব্যে সিইসি এসব বিষয়ে কথা বলেন। সিইসি বলেন, সাংবিধানিক দায়িত্বের বিষয়েই কমিশনের সাথে এই আলোচনা। সামনে বেশ কিছু উপনির্বাচন এবং জাতীয় নির্বাচন রয়েছে। এসময়ে প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। তাদের নিয়ে এ আলোচনা ফলপ্রসু হবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

এ বৈঠক থেকে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সকলকে দিকনির্দেশনা দেয়া হবে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচন, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন ও ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ২ নভেম্বর স্থানীয় সরকারের বেশ কয়েকটি নির্বাচন রয়েছে

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ