• আজ রাত ১:৪৯, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগের আহবান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগের আহবান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম বলেছেন, আমরা পরিষ্কার বলতে চাই যারা সার্চ কমিটিতে নাম দিয়েছেন এবং নির্বাচন কমিশনের যাওয়ার জন্য চেষ্টা করছেন ইতিহাসের পাতায় আপনাদের নাম কালো তালিকা হয়ে থাকবে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ।

আব্দুস সালাম বলেন, যারা পরবর্তী নির্বাচন কমিশনার হতে চাচ্ছেন আমরা বারবার বলেছি আমরা সবাইকে শ্রদ্ধা করি। কিন্তু সেই নির্বাচন কমিশনে গিয়ে আপনারা কোন কাজ করতে পারবেন না।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যদি থাকে, বর্তমান প্রধানমন্ত্রী চেয়ারে বহাল থাকেন, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, সকল মন্ত্রী থাকেন তাহলে আপনারা নির্বাচন কমিশনে বসে কি করবেন? নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন? কোনোভাবে সম্ভব না। তাই এখনো সময় আছে। আমরা চাই, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আল্লাহর ওয়াস্তে কমিশনার হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে স্বেচ্ছায় আপনারা নাম প্রত্যাহার করবেন। যদি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন।

বিএনপির এ নেতা বলেন, আজকে কথায় কথায় বিএনপির কথা বলেন, বেগম খালেদা জিয়ার কথা বলেন। বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। আপনারা বেগম খালেদা জিয়ার কাছাকাছিও যেতে পারবেন না।

তিনি বলেন, আপনারা ৯৬ -এর ১৫ ই ফেব্রুআরির নির্বাচনের কথা বলেন। ১৫ ই ফেব্রুয়ারি নির্বাচন ও সেই সময় বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তরের জন্য তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, নির্বাচন হয়ে গিয়েছিল, মন্ত্রিপরিষদ গঠন হয়েছিল। যদি আপনাদের মত বেগম খালেদা জিয়া তখন ক্ষমতা না ছাড়তেন তাহলে কি করতেন? আপনারা যেভাবে র‌্যাব-পুলিশ দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় আছেন বেগম খালেদা জিয়াও সেভাবে থাকতে পারতেন। কিন্তু বেগম খালেদা জিয়া প্রামাণ করেছেন তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করেন। এই কারণেই তিনি প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিয়েছেন। আপনারা তো ছাড়তে পারলেন না। ২০১৪ সালে আপনারা তো বলেছিলেন দরকার হয় আরেকটা নির্বাচন দিব। কই আপনারা তো ক্ষমতার লোভ সামলাতে পারেননি।

সরকারের এক ব্যক্তি মিথ্যা কথা বলেন। সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই মিথ্যা কথা বলেন এই হলো দেশের বর্তমান অবস্থা। আমরা জানি এই অবস্থা বেশিদিন চলতে পারেনা, চলতে দেয়া যায় না।

তিনি বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তার চিকিৎসা সুবিধা দেয়া হচ্ছে না। একটাই কারণ, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা সরকার ভয় পায়। বেগম খালেদা জিয়া বাইরে আসলে লাখ লাখ মানুষ বের হলে তো তাদের গদি শেষ। তাই সরকার যত কিছুই করুক না কেনো এইবারের নির্বাচন আর পার হতে পারবে না। এসময় তিনি আরো বলেন, মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, দীর্ঘদিন বোকা বানানো যায় না।

আয়োজক কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন টুয়েল, কৃষক দলের সাবেক নেতা মিয়া মো: আনোয়ার, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!