• আজ রাত ৮:২২, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান সিপিবির

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
দেশ বাঁচাতে নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির সমাবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের শ্রদ্ধাজ্ঞাপন শেষে নেতারা এ আহ্বান জানান।

দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘দুর্বৃত্ত আমলা, দুর্বৃত্ত ব্যবসায়ী আর দুর্বৃত্ত রাজনৈতিক মিলে জনগণের উপার্জিত সম্পদ লুটপাট করে নিচ্ছে। অধিকাংশ মানুষের কাছে স্বাধীনতার স্বাদ পৌঁছেনি। বর্তমান দুঃশাসন থেকে দেশকে মুক্ত করে মুক্তিযুদ্ধের চার মূলনীতির ভিত্তিতে দেশকে অগ্রসর করতে হবে।’

সাম্প্রদায়িক অপশক্তি দমনে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণসংগ্রাম গণআন্দোলন গড়ে তোলা ও ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করার আহ্বান জানান সিপিবি সভাপতি।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে বৈষম্য পাহাড় পরিমাণ। আগে সম্পদ পাচার হতো পশ্চিম পাকিস্তানে, এখন সম্পদ পাচার হয় পৃথিবীর বিভিন্ন দেশে। লুটপাট, দুর্নীতির থাবায় সাধারণ মানুষের অর্জন লুট হয়ে যাচ্ছে কিছু মানুষের কাছে। এক দেশে চলছে দুই অর্থনীতি। ভয়ের পরিবেশে তৈরি করা হয়েছে।’

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘গণতন্ত্র নির্বাসিত। সাম্প্রদায়িক অপশক্তির দাপট চলছে। এদের সঙ্গে আপস করে ক্ষমতায় থাকতে ও ক্ষমতায় যেতে ব্যস্ত শাসকগোষ্ঠী। এ অবস্থায় থেকে দেশ বাঁচাতে, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত দেশ গড়তে, সুশাসন নিশ্চিত করতে নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির সমাবেশ গড়ে তুলতে হবে।’

তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ (সোমবার) দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন—সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, আহসান হাবীব লাভলু, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর, রাগীব আহসান মুন্না, লাকী আক্তারসহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ