• আজ রাত ৮:৪২, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেত্রকোণা আ. লীগের শীর্ষ পদ প্রত্যাশী সংরক্ষিত আসনের বর্তমান সংসদ সদস্য হাবিবা খান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ

 

নেত্রকোণা প্রতিনিধি

দীর্ঘ ১৮ বছর পর ১ মার্চ হতে যাচ্ছে নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। অনুষ্ঠিতব্য সম্মেলন ঘিরে সদরে সাজ সাজ রব। পুরো শহরের দেওয়াল সেজেছে নতুন রূপে। নির্মাণ করা হয়েছে তোরণ, পিছিয়ে নেই আলোর ঝলকানি। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ, উদ্দীপনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।

এ দিকে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলোচনার শীর্ষে রয়েছেন নেত্রকোণা রাজনৈতিক অঙ্গনের সিংহ পুরুষ খ্যাত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ১৯৮৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্বে থাকা নেত্রকোণা জেলা আওয়ামী সাবেক সভাপতি, তিনবারের সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট ফজলুর রহমান খানের কন্যা, জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের বর্তমান সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।

জানা গেছে, তিনি ১৯৮৪ সালে প্রথম জেলা ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করেন ছাত্র রাজনীতি। একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৬ সাল থেকে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। হাবিবা রহমান খান শেফালী স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে জামাত-শিবির রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হেফাজত ইসলাম ও বিএনপির তান্ডবলীলা এবং আগুন সন্ত্রাসীদের রুখে দিতে আন্দোলন সংগ্রাম করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা ও তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরও সুসংগঠিত ও গতিশীল করতে দুঃসময়ে একজন ত্যাগী নেত্রী ও রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে হাবিবা রহমান খান শেফালীকে নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেখতে চান বলে তারা জানিয়েছেন।

সম্মেলন প্রসঙ্গে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবা রহমান শেফালী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। তার প্রচেষ্ঠায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধুর হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেছেন। যারা ভূমিহীন,তাদের জমি সহ ঘর নির্মাণ করে দিচ্ছেন। দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপ দিয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নয়নের অগ্রযাত্রা ও সংগঠনকে এগিয়ে নিতে ১ মার্চ কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মনোনীত করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!