• আজ সন্ধ্যা ৬:২৩, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে বাবার কোলের শিশুকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জমির মাটি কাটা নিয়ে বিরোধের সূত্র ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বুধবার (১৩ এপ্রিল) বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির বাবাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

নিহত শিশুটির নাম জান্নাতুল ফেরদাউস (৩)। তার বাবা নাম আবু জাহের (৩৭) যিনি এখন হাসপাতালে চিকিত্সাধীন।

স্থানীয়দের থেকে জানা গেছে, আগে থেকেই জমির মাটি কাটা নিয়ে বিরোধ চলছিল। সেই সূত্র ধরে গতকাল বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের মালকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ জন্য উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রিমনকে (২৫) দায়ী করা হচ্ছে।

বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. শাহ আজিম জানান, রিমন এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

নিহত শিশুর বাব আবু জাহেরের ভাগনে আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, মূলত মাটি কাটার বিরোধের জের ধরে গতকাল বিকেল ৪টার দিকে রিমনের নেতৃত্বে রহিম, মহিন, সুজনসহ ১০-১৫ জন অস্ত্রধারী মালকার বাপের দোকান এলাকায় তাঁর দোকানে এসে গালাগাল করে। ওই সময় তাঁর মামা জাহের শিশু সন্তান জান্নাতকে নিয়ে কেনাকাটা করতে আসেন। এ সময় রিমন তাঁকেও গালাগাল করে এবং মাটি কাটায় বাধা দেওয়ার জন্য তাঁকে দায়ী করে। এক পর্যায়ে রিমন তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং শিশু জান্নাতকে ইট দিয়ে আঘাত করে।

মামুন আরও বলেন, এরপর শিশুটির বাবা জাহের সেখান থেকে বাড়ি ফিরার পথে রিমন ও তার বাহিনীর সদস্যরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জান্নাতের কানে, মাথায় এবং তাঁর মামার চোখে গুলি লাগে। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে জান্নাত মৃত্যু বরণ করে।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ