ন্যাপের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত(ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে ন্যাশনাল আওয়ামী পার্টির সাথে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান এবং ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মিন্টু, প্রেসিডিয়াম সদস্য মোঃ নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান গাজী আমিন উল্লাহ, উপদেষ্টা মোঃ আলতাফ হোসেন, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোঃ আকমল হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন, যুব ন্যাপের সভাপতি মোঃ শাহিন আলম, সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব মিয়া, ছাত্র ইউনিয়ন ন্যাপের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।