• আজ সকাল ৭:১৯, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়িয়ায় পুলিশের ধাওয়া খেয়ে ইতালি প্রবাসির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিনপাড়া জালুয়াহাটি এলাকার মৃত ফজল হক হাওলাদারের পূত্র চানমিয়া হাওলাদার(৩২) পুলিশের ধাওয়া খেয়ে মঙ্গলবার সকালে নিজ গ্রামের পাশের বাড়িতে মারা গেছে বলে পারিবারিক সূত্রে অভিযোগ পাওয়াগেছে। স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়না তদন্তের জন্য পালং থানা পুলিশ মর্গে প্রেরন করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
নড়িয়া থানা ও সরেজমিন ঘুরে জানাগেছে, নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিনপাড়া জালুয়াহাটি এলাকার মৃত ফজল হক হাওলাদারের পূত্র চানমিয়া হাওলাদার(৩২) দীর্ঘ প্রায় ১০ বছর যাবত ইতালি বসবাস করেন। সেখানে নড়িয়া উপজেলার চাকধ গ্রামের জনৈক রুবেল পেদার সাথে তার কোন বিষয় নিয়ে দ্বদ্ন হয়। এ ঘটনার জের ধরে এদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত প্রায় ১ মাস পূর্বে চানমিয়া হাওলাদার বাড়ি আসেন। এ দিকে রুবেল পেদা ও বাড়ি আসে। গত ৪/৫ দিন পূর্বে চানমিয়া হাওলাদার পাসপোর্ট এর কাজে নড়িয়া উপজেলা সদরে গেলে সেখানে চানমিয়াকে একা পেয়ে রুবেল ও তার সহযোগিরা বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ঘটনার জের ধরে সোমবার নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারে রুবেল ও তার সহযোগিদের পেয়ে চানমিয়া ও তার সমর্থকরা মারপিট করে। এ ঘটনার পর রুবেল পেদা বাদী হয়ে নড়িয়া থানায় একটি অভিযোগ দাখিল করে। নড়িয়া থানার উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল অনুমান ১১টায় চানমিয়াদের গ্রামের বাড়ি নড়িয়া উপজেলার দক্ষিন পাড়া জালুয়া হাটি গ্রামে যায়। সেখানে যাওয়ার পর পুলিশ দেখে লোকজন ছুটোছুটি করে। চানমিয়া দৌড়ে পালাতে চেষ্টা করে। পুলিশ আসামীদের পিছু ধাওয়া করে। চানমিয় কত দুর যাওয়ার পর এক পর্যায়ে পাশের বাড়ির বাগানের মধ্যে পরে গিয়ে অজ্ঞান হয়ে মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত চানমিয়া এক সন্তানের জননী। তার ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম হুজাইফা। স্ত্রী পারুল বেগম বলেন, আমার স্বামীর সাথে ইতালিতে দ্বন্দের কারনে রুবেল নড়িয়া বাজারে মারপিট করেছে। আমার স্বামীকে পুলিশ ধাওয়া করলে সে মাটিতে পড়ে মারা যায়। আমি এর বিচার চাই। মৃত চানি মিয়ার ভাই জাহাঙ্গীর হাওলাদার বলেন, পুলিশ আমার ভাইকে ধরার জন্য ধাওয়া করলে পাশের বাড়ির বাগানে পড়ে আমার ভাই মারা গেছে। আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এ ব্যাপারে নড়িয়া থানার উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেন কে বার বার তার মুঠো ফোন ০১৭১৬৫৫০৫১৪ নম্বরে ফোন করলে ও সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেয়।
নড়িয়া থানার ওসি অবনি শংকর কর বলেন, আমি একটা মিটিংয়ে ছিলাম। ঘটনার পর আমি এসআই ইকবালকে জানতে চাই কি হয়েছে। সে বলেছে একটি জিডির অনুকুলে আমি ঘটনাস্থলে তদন্তে যাই। আমাদের দেখে চানমিয়া সহ লোকজন দৌড়ে পালায়। আমি একটু পরে চলে আসি । পরে জানতে পারি চানমিয়া হার্ট এটাক করে মারা গেছে। এরপর আমি ঘটনাসএল আসছি ভাল ভাবে তদন্ত করে ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ