• আজ রাত ৯:২৬, বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে হামলা: কুষ্টিয়ায় দুই পুলিশ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ

 

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে পুলিশের ওপর হামলা, দুই পুলিশ সদস্য নিখোঁজ। উদ্ধার অভিযানে চলছে তল্লাশি। সোমবার ভোররাতে স্থানীয় দুই ইউপি সদস্য, ছানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের সাথে চারজন পুলিশ সদস্য পদ্মা নদীতে অভিযানে যান। অভিযানের সময় অবৈধভাবে মাছ ধরতে থাকা জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর আক্রমণ চালায়।

জানা গেছে, নৌকায় হামলার সময় এএসআই সদরুল ও মুকুল নদীতে ঝাঁপ দেন এবং তারপর থেকে তাদের খোঁজ মেলেনি। স্থানীয়দের মতে, অভিযানের সময় পুলিশের কিছু সদস্য জেলেদের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা হেলমেট পরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, “রাতে মৎস্য অধিদপ্তরের কোনো অভিযান ছিল না। পুলিশ কেন সেখানে গিয়েছিল তা আমাদের জানা নেই।” পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানিয়েছেন, নিখোঁজ সদস্যদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ