পবনাপুর মহিলা কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২৭, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২৭, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর মহিলা কলেজের উদ্যোগে এক অভিভাবক সমাবেশ এবং শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ মার্চ) সকালে কলেজের হলরুমে পবনাপুর মহিলা কলেজের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল ছোটবাবার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবনাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিকুল ইসলাম রবি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পবনাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম আরজু, মাহবুবুর রহমান মন্ডল, আনোয়ারুল ইসলাম ডলু, আলহাজ্ব রোখনুজ্জামান স্বপন ও আনোরুল ইসলাম চান মিয়া। এসময় প্রভাষক সঞ্জিত কুমার বর্মন, মো. আজিম, আলমগীর প্রধান, মাসুদা আক্তার, মাসুমা আক্তার, শরিফুল ইসলাম, সুলতান মাহমুদ, মামুনুর রশিদ, আনোয়ারুল আজিম, আরিফুল হক, মেজরাজ হোসেন, গোলাম মোস্তফা, রওশন আজাদ ও আসাদুজ্জামান রুবেল ছাড়াও অত্র কলেজের অভিভাবক-শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে ২০২১-২২ সালের শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হামিদুনবী রতু।
বক্তারা বলেন, প্রায় ২০ বছর যাবৎ বিনাবেতনে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা অত্রালাকার নারী শিক্ষার্থীদের পাঠদানসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন পবনাপুর মহিলা কলেজটি এবারে বিশেষ বিবেচনায় এমওপিভুক্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান।