পরিচালনা কমিটি প্রধানের পদত্যাগ, ফলাফল নিয়ে অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত উপ-কমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী এ. ওয়াই মশিউজ্জামান দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। তার এই পদত্যাগের কারণে সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মশিউজ্জামান মানবজমিনকে বলেন, আমি ১৮ই মার্চ রাত ১টায় পদত্যাগ করেছি। কারণ আওয়ামী লীগের সুপ্রিম কোর্টের নেতাদের সামনেই তাদের কর্মীরা আমাকে ঘেরাও করে রেখে অকথ্য ভাষায় গালাগালি করেন। কিন্তু নেতারা তাদের থামানোর জন্য কোনো উদ্যোগ নেননি।
তিনি বলেন, নেতারা কোনো প্রতিবাদ করেননি। এটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। আমার জীবনে এ রকম নোংরামি কখনও দেখিনি। এ কারণে পদত্যাগ করেছি।
এক প্রশ্নের জবাবে এ. ওয়াই মশিউজ্জামান বলেন, আমি সম্পাদক পদে ভোট পুনঃগণনার কথা কখনও বলিনি। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় বলেছিলাম, তারা যে ভোট পুনঃ গণনার আবেদন করেছেন, শুক্রবার বিকাল তিনটায় উভয়পক্ষের উপস্থিতিতে সেই আবেদন নিষ্পত্তি করব। তখন এ কথা না বললে সেখান থেকে বের হয়ে আসতে পারতাম না। আমাকে ঘেরাও করে রাখা হয়েছিল। বলতে পারেন জান বাঁচানোর জন্য ওই কথা বলে চলে এসেছি। যদিও ভোট গণনার আবেদন নিয়ে তখন আমার কিছু বলার এখতিয়ার ছিল না। কারণ তার আগে রাত একটায় পদত্যাগপত্র জমা দিয়েছিলাম।
তিনি আরো বলেন, বারের সংবিধানে পুনঃ গণনার কোনো বিধান নেই। তাহলে আমি কিভাবে পুনঃগণনা করতে পারি।
তিনি বলেন, যেহেতু আমি পদত্যাগ করেছি, তাই এখন ফলাফল ঘোষণার দায়িত্ব আমার নয়। আমি সেক্রেটারির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।
গত ১৫-১৬ই মার্চ সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত পরিষদের মমতাজ উদ্দিন ফকির এবং বিএনপি সমর্থিত প্যানেল থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সম্পাদক পদে এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্টরা দাবী করছেন। তবে কমিটি প্রধান দায়িত্ব ছাড়ায় এ পর্যন্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি।