• আজ রাত ২:৩৩, বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পলাশবাড়ীতে বিশাল শ্রমিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৯:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৯:৩৫ পূর্বাহ্ণ

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক বিশাল সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সন্ধায় পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
অত্র শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ নবগঠিত সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মজিদ, গাইবান্ধা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম ও শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন প্রমুখ। এসময় শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং পৌরসভার প্যানেল মেয়র শ্রমিকনেতা আব্দুস সোবাহান কার্যকারিতা সদস্য নির্বাচিত হওয়ায় বিশাল এক সংবর্ধনা প্রদান করা হয়। শেষে সাস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশবরণ্য ফোক সুপারস্টার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বয়াতিসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!