• আজ সকাল ৮:১১, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পলাশবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির পরপরই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাখফিরাত কামনা করে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। স্থানীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, জাতীয়পার্টি, বিএনপি, প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিটি, গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, নিউ লাইফ ফাউন্ডেশন, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সমূহের নেতৃবৃন্দের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে-সাথে সরকারি-বেসরকারী, ব্যবসা-প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন। সকালে স্থানীয় এস.এম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এরপর বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গালর্স গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বালক, বালিকা এবং মহিলাদের খেলাধুলা। দুপুরে স্থানীয় এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎকার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, নবনির্বাচিত সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এএএম রফিকুল ইসলাম মন্ডল রিপন ও আনোয়ারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে, উপজেলার পবনাপুর মহিলা কলেজে এবং স্থানীয় শিশু কানন-স্কুল এন্ড কলেজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত করেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ