পলাশবাড়ীত বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ২:২১ অপরাহ্ণ
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও মূল্য হ্রাসেসহ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবীতে গাইবান্ধার পলাশবাড়ী থানা এবং পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৩ জুন) দুপুরে পলাশবাড়ী থানা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
থানা বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, থানা বিএনপির নেতা আঞ্জু প্রধান, শহিদুল ইসলাম রাজা, যুবদলের আহবায়ক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার বকুল, যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, ছাত্রদল নেতা মিল্লাত সরকার মিলন, সাগর সরকার মিনু, রিসাদ, কলেজ ছাত্রদলের সাবেক নেতা আল আমিন, হানিফ, মামুন, সেচ্ছাসেবক দলের থানা সভাপতি মমিন মন্ডল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব ইমরান সরকার, সাবেক ছাত্রদল নেতা ফুয়াদ সরকার, থানা ছাত্রদলের আহবায়ক আরিফ মিয়া, সদস্য সচিব সোহেল, পৌর ছাত্রদলের আহবায়ক পায়েল কবিরসহ অন্যান্যরা।
বিক্ষোভ মিছিল শেষে জনতা ব্যাংক মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তারা, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপির সাংগঠনিক নেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবী জানান।