পলাশবাড়ী থানা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ৯:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ৯:১৮ পূর্বাহ্ণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। আলোচনা সভা শেষে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সামাদ সভাপতি, গোপন ব্যালটে ভোটের মাধ্যমে আবু আলা মওদুদ সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আনজু প্রধান ও আজাহার আলী নির্বাচিত হয়েছেন।
এদিন রাত ৯টার দিকে পলাশবাড়ী থানা বিএনপি’র কমিটি ঘোষণা করেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। পরবর্তীতে পলাশবাড়ী থানা বিএনপি’র পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
স্বাধীন খবর ডটকম/আ আ
