• আজ বিকাল ৫:০১, বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পল্লিবালা : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ

 

তটিনী তটে – কোন্ তরঙ্গিণী কলসি কাঁকে

হাঁটে এঁকেবেঁকে- ঊর্মিলছন্দা ছন্দের বাঁকে,

ডাকে আঁখিতে – মাদকমাখা কুহকে কুহকে

মন ঘুরে ঘূর্ণিপাকে-একথা বোঝাবো কাকে,

চলে আমার নাও-দেখি তাকে স্তব্ধ নির্বাকে

পল্লি নয়- আমাকে পল্লির- পল্লিবালা ডাকে,

শতদলে বিভক্ত ভাবনা – উড়ে ঝাঁকে ঝাঁকে

হয়ে থাকি অধীর- কখন সে আমায় ডাকে,

যাকে নিয়ে আমার স্বপ্ন- এখনো স্বপ্ন আঁকে

উষা-গোধূলী যাপনে; এখনো পাইনি তাকে!

নিঃসঙ্গ সেই গুলিস্তায়- এখনো ফোটে ফুল

উদ্বেল জলোচ্ছ্বাস- এখনো সিক্ত করে কূল।

আদুল বাদলে- যখনি পড়ে অংশুমালা

হেসে ওঠে কাঙ্খিত সেই সরলা পল্লিবালা।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ