• আজ রাত ১০:০৭, বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক ছাড়াই দল ঘোষণা অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পাকিস্তান। কিন্তু এবার যখন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল তখন নেতা ঠিক করেনি তারা।

নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ বিশ্রামে থাকায় আসন্ন সিরিজে কাকে দায়িত্ব দিবে অস্ট্রেলিয়া তা ঠিক করতে পারেনি তারা। মার্শ অবর্তমানে নেতৃত্ব দেওয়া ট্রাভিস হেডও নেই এই সিরিজে।
মার্শ-হেড দুজনই পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন। তাই দল ঘোষণা করলেও অধিনায়ক বাছাইয়ে একটু সময়ই নিচ্ছে তারা। ধারণা করা হচ্ছে দায়িত্বটা পালন করতে পারেন অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে দলের আরো বেশ কজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডও নেই পাকিস্তানের বিপক্ষে। সেদিক থেকে অনেকটা বলা যেতে পারে দ্বিতীয় সারির এক দল নিয়ে খেলবে অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরেছেন তিন পেসার জাভিয়ের বার্টলেট, স্পেন্সার জনসন ও নাথান এলিস। সঙ্গে পেস বোলিংয়ে সঙ্গ দিবেন শন অ্যাবোট ও দুই অলরাউন্ডার অ্যারন হার্ডি ও মার্কাস স্টয়নিস।

অন্যদিকে স্পিনে অ্যাডাম জাম্পার সঙ্গে আছেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্টরা। ব্যাটিংয়ে থাকছেন জেইক ফ্রেজার-ম্যাগার্ক, জশ ইংলিস, টিম ডেভিড ও কুপার কনোলিরা। তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ১৪ নভেম্বর ব্রিসবেন। বাকি দুটি ১৬ ও ১৮ নভেম্বর সিডনি এবং হোবার্টে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ